ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন মুকুল

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন মুকুল

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। হাইভোল্টেজ এই ম্যাচে মুকুল চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

১০ সেপ্টেম্বর কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার থাকলেও একদিন বাদে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দায়িত্ব পালন করবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। একই মাঠে ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।

রাইজিংবিডিকে নিশ্চিত করে মুঠোফফোনে মুকুল বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আমি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবো। দোয়া করবেন।’

এবার ভারত-পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার থাকলেও গত এশিয়া কাপে অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার হাইব্রিড মডেলের এশিয়া কাপে মুকুল শুরু থেকে পাকিস্তানে ছিলেন। গ্রুপপর্বে দায়িত্বও পালন করেন। গতকাল আসেন কলম্বোতে।

কলম্বো/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়