ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

নেইমারের কীর্তিতে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১১:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৩
নেইমারের কীর্তিতে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল 

দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এই তারকা। নেইমারের এমন কীর্তির দিনে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বলিভিয়াকে ৫-১ গোলের উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ‘সেলেসাও’রা। তাতে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু নেইমারের মাটি কামড়ানো দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক ভিসকারা।

নেইমার না পারলেও অবশ্য গোল পেতে সমস্যা হয়নি ব্রাজিলের। ২৪ মিনিটে রাফিনহার জোরালো শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক। বলিভিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরতি বল চলে আসে রদ্রিগোর সামনে। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ তারকা।

আরো পড়ুন:

৩৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে কিন্তু সেই সুযোগ গোলে রূপান্তরিত হয়নি। ৪০ মিনিটে ড্রিবলিংয়ের জাদুতে দর্শকদের চোখ জুড়িয়ে দেন নেইমার। তবে গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর আরও ধারালো হয়ে নামে ফার্নান্দো দিনিজের শিষ্যরা। ৪৭ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন রাফিনহা। ৫৪ মিনিটে নেইমারের দারুণ এক চিপ শট থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো।

ম্যাচের ৬১ মিনিটে পেলেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য আসে নেইমারের সামনে। দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে পেলের ৭৭ গোল ছাড়িয়ে সর্বোচ্চ ৭৮ গোলের মাইলফলকে পৌছে যান নেইমার।

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার। যার ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়