ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার চূড়ায় নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৩  
পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার চূড়ায় নেইমার

প্রায় ৯ মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। আর নেমেই গড়লেন নতুন কীর্তি। বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন এই তারকা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ৬১তম মিনিটে জালে বল জড়িয়ে এই কীর্তি গড়েন ব্রাজিলিয়ান রাজপুত্র। তাতে ভেঙ্গেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড। ব্রাজিলের জার্সিতে ১২৫ ম্যাচ খেলে নেইমারের গোল এখন ৭৯। ৯২ ম্যাচে পেলের গোল ৭৭। ৯৯ ম্যাচে ৬২ গোল নিয়ে তিনে আছেন রোনালদো নাজারিও।

নেইমারের রেকর্ড গড়ার দিনে বলিভিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। নেইমারের দুই গোল ছাড়াও জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা রুদ্রিগো। একটি গোল করেছেন রাফিনহা।

আরো পড়ুন:

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়