ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

যে একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৩
যে একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান

চলতি এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করে আসছে পাকিস্তান। সুপার ফোরেও সেই ধার বজায় রাখলো বাবর আজমের দল। ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতের বিপক্ষে ম্যচে নিজেদের আগের একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা। মোহাম্মাদ নেওয়াজের জায়গায় পেসার ফাহিম আশরাফকে খেলাবে দলটি।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করছেন পাকিস্তানি পেসাররা। ফাহিমকে দলে নিয়ে তারা পেসের শক্তি আরও বাড়িয়েছে। তিন বিশেষজ্ঞ পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর সঙ্গে অলরাউন্ডার ফাহিমের সামনে ভালোই পরীক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটারদের।

আরো পড়ুন:

আজ বেলা ৩টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে জয় দিয়েই ফাইনালে পা রাখতে চাইবে পাকিস্রান। অন্যদিকে সুপার ফোরে নিজেদের প্রথম জয়ের খোঁজেই মাঠে নামবে রোহিত শর্মার দল।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়