ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল খুলে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেল খুলে দিলেন রোনালদো

স্মরণকালের প্রাণঘাতী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরক্কো। ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এসেছেন নানা শ্রেণি–পেশার মানুষ। এবার বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর হোটেল খুলে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। যা দেশটির মারাক্কেশ শহরে অবস্থিত।

মারাক্কেশ শহরের এম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত রোনালদোর হোটেলটি। যেখানে সব মিলিয়ে ১৭৪টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো এখন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং ব্যবহার করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে।  

আরো পড়ুন:

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোর মারাক্কেশ শহর ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে প্রায় ৭ (৬ দশমিক 8) মাত্রার ভূমিকম্পে। এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। আহত ব্যক্তির সংখ্যাও অনেক। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়