ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের ‘ওয়ান টু ওয়ান’ মিটিং

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:২০, ১২ সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের ‘ওয়ান টু ওয়ান’ মিটিং

দুপুরে হোটেল থেকে বেরিয়ে অ্যালান ডোনাল্ড হাঁটতে থাকেন লাগোয়া শপিং-স্টোরের দিকে। কী একটা কিনবেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। ডোনাল্ড ফিরে এসে লবিতে দেখা পান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল। তিনজনকে দেখা যায় আলাপ করতে। বিশ্রামের দিন হলেও অবশ্য টিম ম্যানেজম্যান্ট মিটিংয়ের কাজ সেরে নিয়েছেন সকাল থেকে। দুপুরে সবাই বের হচ্ছিলেন মধ্যাহ্নভোজ সারতে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ক্রিকেটারদের নিয়ে বসেন টিম ম্যানেজম্যান্ট। সেখানে হাথুরুসিংহে ওয়ান টু ওয়ান মিটিং করেন প্রত্যেকের সাথে। কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ঘাটতি সেটা জেনে সমাধানের পথ বলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে কলম্বোয় থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

‘ক্রিকেটাররা লাইনচ্যুত হয়ে গেছে কী না আমি দেখি না। তারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। আজকে কোচের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা ছিল। প্রতিটা প্লেয়ারের সাথে মিটিং ছিল। তারা আলাপ করেছে। সমস্যা নিয়ে কোচের সঙ্গে তারা আলাপ করেছে। কোচের কাছে শেয়ার করেছে তারা। কি সমস্যা আছে তাও ধরিয়ে দেওয়া হয়েছে। এটার প্রতিফলন আগামী ম্যাচে পাওয়া যাবে’

আজ বিশ্রামের তৃতীয় ও শেষ দিন চলছে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ৫ দিন বিরতি পেয়েছিল সুপার ফোরের শেষ ম্যাচের আগে। তার মধ্যে তিন দিন ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়। আজ সেরে নেওয়া হয় টিম মিটিং। 

সুপার ফোরের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়াতে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ১৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচে ভালো করে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। 

ভারতের বিপক্ষে নামার আগে দুই দিন অনুশীলনের সময় পাবে বাংলাদেশ। আগামীকাল অনুশীলন করবে ফ্লাড লাইটে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে এই অনুশীলন। ছুটিতে থাকা অধিনায়ক সাকিব অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

টিম মিটিংয়ে অধিনায়ক না থাকায় কোনো সমস্যা দেখছেন না জালাল, ‘অধিনায়ক আসতেছে। দুই তিন দিনের জন্য গেছে। এখানে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি তাকে আমরা কাল পেয়ে যাবো।’

ক্যান্ডি/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়