ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বিশ্বকাপ দলে তামিম আছেন কি না, জানতে চেয়েছেন মুরালি

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৩  
বিশ্বকাপ দলে তামিম আছেন কি না, জানতে চেয়েছেন মুরালি

শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার খেলা যেই শহরেই হোক না কেন, মুত্তিয়া মুরালিধরন সাধারণত মিস করেন না। ক্যামেরার লেন্সে তাকে খুঁজে পাওয়া যায় গ্যালারিতে। এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের খেলা দেখেছিলেন নিজের শহর ক্যান্ডিতে। এবার সুপার ফোরে ভারতের বিপক্ষে হাজির কলম্বোতে। এখানেই এখন স্ত্রী-পরিবার নিয়ে বাস করেন মুরালি।

গণমাধ্যম এড়িয়ে চলা এই স্পিন যাদুকরকে রাজি করানো হয় একটু কথা বলার জন্য। নিজের সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ ও শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে কথা বলেন বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে। এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া করতে গিয়ে এক পর্যায়ে জানতে চেয়েছেন তামিম ইকবাল বিশ্বকাপ দলে আছেন কি না।

‘তামিম কি অবসরে? আমি জানি না’-মুরালির এমন প্রশ্নের পরই তাকে জানানো হয়, তামিম ইনজুরিতে। এরপর বিশ্বকাপে আছেন কি না সেটা জানতে চেয়েছেন, ‘আসলে এসব (ইনজুরি) ঘটতেই থাকে। বিশ্বকাপে হয়তো তারা (অভিজ্ঞরা) খেলবে। তারা আছে তো স্কোয়াডে? তামিম কি আছে স্কোয়াডে?’

মুরালির মতে বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। সঠিক পথে রেখে প্রস্তুতি নিতে পারলে ভালো করবে বলে বিশ্বাস টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনারের।

মুরালি বলেন, ‘আসলে আমার মনে হয় আপনাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বেশ প্রতিভাবান একটি দল আছে। বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে পারলে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।’

তবে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুরালি অবাক হয়েছেন, ‘অনেক অবাক হয়েছি। বাংলাদেশ খুবই ভালো একটি দল। তারা এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আশা করছি তারা এখান থেকে শিক্ষা নেবে।’

এশিয়া কাপে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। ভারত-পাকিস্তান ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। এদিনও অবশ্য বৃষ্টি হয়েছিল। তাতে বিরক্ত মুরালি, ‘হ্যাঁ। সমস্যা হচ্ছে এখানে বৃষ্টি এসে ঝামেলা করছে। এছাড়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশে খেলা হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। এক দেশে হলে ভালো হতো। আশা করি ভবিষ্যতে আয়োজকরা এই ব্যাপারে চিন্তা করবেন।’

কলম্বো/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়