ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

এলিট ক্লাবে ১৫তম রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৩  
এলিট ক্লাবে ১৫তম রোহিত

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হাতেগোনা কয়েকজন ক্রিকেটার ১০ হাজার রান করতে পেরেছেন। এলিট খেলোয়াড়দের সেই তালিকায় ১৫তম ক্রিকেটার হিসেবে মঙ্গলবার প্রবেশ করেছেন রোহিত শর্মা।

শ্রীলঙ্কার বিপক্ষে এদিন সুপার ফোরের ম্যাচের সপ্তম ওভারে কাসুন রাজিথাকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান। এই ছক্কায় তিনি ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তাও দ্বিতীয় দ্রুততম হিসেবে।

ভারতের অধিনায়ক ২৪১ ইনিংস খেলে ১০ হাজার রানের কোটা পূরণ করেন। সাবেক অধিনায়ক বিরাট কোহলি ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন মাত্র ২০৫ ইনিংস খেলে।

রোহিতের আগে ভারতের আরও পাঁচ ব্যাটসম্যান এই মাইলফলক ছুঁয়েছিলেন। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৮ হাজার ৪২৬), কোহলি (১৩ হাজার ২৪), সৌরভ গাঙ্গুলি (১১ হাজার ৩৬৩), রাহুল দ্রাবিড় (১০ হাজার ৮৮৯) ও মাহেন্দ্র সিং ধোনি (১০ হাজার ৭৭৩)।

এছাড়া এই তালিকায় থাকা অন্যান্য ক্রিকেটাররা হলেন- কুমার সাঙ্গাকারা (১৪ হাজার ২৩৪), রিকি পন্টিং (১৩ হাজার ৭০৪), সনাথ জয়সুরিয়া (১৩ হাজার ৪৩০), মাহেলা জয়াবর্ধনে (১২ হাজার ৬৫০), ইনজামাম-উল-হক (১১ হাজার ৭৩৯), জ্যাক ক্যালিস (১১ হাজার ৫৭৯), ক্রিস গেইল (১০ হাজার ৪৮০), ব্রায়ান লারা (১০ হাজার ৪০৫) ও তিলকরত্নে দিলশান (১০ হাজার ২৯০)

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়