ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বলিভিয়ার জালে ৩ গোল দিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৬:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩
বলিভিয়ার জালে ৩ গোল দিলো আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার দিবাগত রাতে দশজনের বলিভিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেছিলেন লিওনেল মেসি। গোল করে দলকে জিতিয়েছিলেনও। কিন্তু বলিভিয়ার বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়। তার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের প্রথমার্ধে তার করা দুই অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ত্যাগলিয়াফিকো গোল করে দলকে এগিয়ে নেন ২-০ গোলে।

ম্যাচের ৩১ মিনিটের সময় ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে ডি মারিয়ার নিখুঁত পাস খুঁজে পায় এনজোর পা। তার পায়ের ছোঁয়ায় বল জড়ায় জালে। এনজোর গতির সামনে বলিভিয়ার গোলরক্ষক গুইলের্মো ভিসকারা কিছুই করতে পারেননি।

আরো পড়ুন:

৩৯ মিনিটে দশজনের দলে পরিণত হয় বলিভিয়া। এ সময় ক্রিস্টিয়ান রোমেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের লেফটব্যাক রবার্তো ফার্নান্দেজ।

৪২ মিনিটের মাথায় ত্যাগলিয়াফিকো গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। এ সময় মাঝমাঠের একটু সামনে ফ্রি কিক পায় আলবিসেলেস্তরা। ফ্রি কিক থেকে ডি মারিয়ার পাঠানো বলে পেনাল্টি বক্সের সামনে হেড নিয়ে জালে জড়ান ত্যাগলিয়াফিকো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে বলিভিয়া। কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ব্যুহ কম সময়ই ভাঙতে পেরেছে তারা। ভাঙতে পারলেও বাজপাখি এমি মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি।

উল্টো ৮৩ মিনিটের মাথায় আরও একটি গোল হজম করে বসে স্বাগতিকরা। এ সময় আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেস গোল করেন। তাকে গোলে সহায়তা করেন এক্সকুয়েল প্যালাসিওস। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডি মারিয়া-ডি পলরা।

আগামী মাসে আবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে কাতার বিশ্বকাপজয়ীরা। ১৩ অক্টোবর ভোরে তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়