পেরুর বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে নিয়ে ব্রাজিল ছেলে-খেলা করলেও পেরুর বিপক্ষে আজ বুধবার সকালে দারুণ পরীক্ষা দিতে হয়েছে। অন্তিত মুহূর্তের গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ১-০ গোলে হারিয়েছে পেরুকে।
এই জয়ে আর্জেন্টিনাকে টপকে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে সেলেসাঁওরা। ২ ম্যাচের ২টিতেই জিতে +৫ গোল গড় ও ৬ পয়েন্ট নিয়ে নেইমার-মারকুইনহোসরা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে +৪ গোল গড় ও সমান পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে।
এদিন ফার্নান্দো দিনিজের শিষ্যরা ম্যাচের শুরু থেকে বল দখলে রাখলেও গোলমুখ খুলতে পারছিল না। মুহুর্মুহ আক্রমণ করে যাচ্ছিল। তাতে গোলও হচ্ছিল। কিন্তু রাফিনহা ও রিচার্লিসনের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল তখন (৯০ মি.) প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) রক্ষণভাগের খেলোয়াড় মারকুইনহোস গোল করে জয় নিশ্চিত করেন।
এ সময় কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে নেইমারের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে জড়ান মারকুইনহোস। তাতে ১-০ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের আরও দুটি ম্যাচ খেলবে। ঘরের মাঠে তারা ভেনেজুয়েলাকে আতিথ্য দিবে। আর অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে।
ঢাকা/আমিনুল