ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

গোলখরা কাটাতে মনোবিদের শরণাপন্ন রিচার্লিসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩  
গোলখরা কাটাতে মনোবিদের শরণাপন্ন রিচার্লিসন

অনেকদিন ধরেই গোলখরায় ভুগছেন ব্রাজিলের তারকা রিচার্লিসন। বিশ্বকাপ বাছাইপর্বেও সেই ধারা অব্যাহত রেখেছেন। ব্রাজিল-বলিভিয়া ম্যাচে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে মারেন এই তারকা। নিজের এমন পারফরম্যান্সে নিজেও হতাশ রিচার্লিসন। গোলখরা কাটাতে এবার মনোবিদের শরণাপন্ন হচ্ছেন টটেনহ্যাম তারকা।

পেরুর বিপক্ষে ম্যাচেও গোল পাননি রিচার্লিসন। গত প্রায় পাঁচ মাস ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুঃসময় যাচ্ছে  ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে করেছেন ১ গোল। গোলখরা কাটাতে খুব দ্রুতই মনোবিদের সাহায্য নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন রিচার্লিসন।

ব্রাজিলিয়ান সংবাদপত্র গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘পাঁচ মাস ধরে মাঠের বাইরে আমার খুব বিপর্যস্ত সময় যাচ্ছে। এখন সবকিছু আবার গতিশীল হবে। আমি নিশ্চিত, টটেনহ্যাঁমে আবার দারুণ কিছু করতে শুরু করবো। সবকিছু আবার ঠিকঠাক হবে।’

আরো পড়ুন:

রিচার্লিসন আরও বলেন, ‘আমি ইংল্যান্ডে ফিরে মানসিকভাবে শক্ত হতে মনোবিদের শরণাপন্ন হবো। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমি বিশ্বাস করি যে আমি পরের ম্যাচে দলে থাকবো। টটেনহামের হয়ে এখন ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়