ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ফাইনালেও বৃষ্টি, খেলা শুরু হতে বিলম্ব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইনালেও বৃষ্টি, খেলা শুরু হতে বিলম্ব

এশিয়া কাপের ফাইনালেও হানা দিয়েছে বৃষ্টি। তাতে টস হয়ে গেলেও খেলা মাঠ গড়াতে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনো কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। ফলে মাঠে নামতে পারছে না দুই দল।

এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।  এই ম্যাচে দুই দলেই এসেছে কয়েকটি পরিবর্তন। বিশ্রাম কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে মহেশ থিকশানা বাদ পড়ায় তার জায়গায় দলে এসেছেন দুশান হেমন্ত।

ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

আরো পড়ুন:

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্থ, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়