ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শ্রীলঙ্কার পঞ্চাশের দিনে সিরাজেরও ৫০

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
শ্রীলঙ্কার পঞ্চাশের দিনে সিরাজেরও ৫০

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৫০ রানে। লঙ্কানদের ইনিংসে ধস নামান ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। তিনি ৭ ওভার বল করে ১ মেডেনসহ ২১ রান দিয়ে নেন ৬টি উইকেট।

আজ রোববার ফাইনালে মাঠে নামার আগে ২৮ ওয়ানডেতে ২৭ ইনিংসে সিরাজের উইকেট ছিল ৪৭টি। ফাইনালে ৬ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাও ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম।

সিরাজ এর আগে কখনো ওয়ানডেতে ৫ উইকেট শিকার করতে পারেননি। সেরা বোলিং ফিগার ছিল ৩২ রানে ৪ উইকেট। আজ তিনি মাত্র ২১ রানের বিনিময়ে নিলেন ৬ উইকেট।

আরো পড়ুন:

অবশ্য তার আগে ভারতের আরও ৯ বোলার ৬ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন। মাত্র ৪ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন স্টুয়ার্ড বিনি। এছাড়া অনীল কুম্বলে, আশিষ নেহরা, কুলদীপ যাদব, মুরালি কার্তিক, অজিত আগারকার, যুজবেন্দ্র চাহাল, অমিত মিশ্রা ও শ্রীশান্থ ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়