ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

এশিয়ান গেমসের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩
এশিয়ান গেমসের জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা

চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে ক্রিকেট ইভেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দলে খেলা একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে।

ইনজুরির কারণে এশিয়ান গেমসের ১৫ সদস্যের দল থেকে ছিটকে গেছেন শিভাম মাভি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। এবারের আসরে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে। 

ভারত দল: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক) ও আকাশ দীপ।

আরো পড়ুন:

স্ট্যান্ডবাই: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা ও সাই সুদর্শন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়