ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপে পাকিস্তান সব সময়ই হুমকি: পিটারসেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপে পাকিস্তান সব সময়ই হুমকি: পিটারসেন

আগামী মাসেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের বৈশ্বিক লড়াই। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কেউ কারো থেকে পিছিয়ে নেই। তবে পাকিস্তানকে খানিক এগিয়ে রাখলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। বাকি দলগুলোর জন্য পাকিস্তান হুমকি বলেই মনে করছেন তিনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ পিটারসেন লিখেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, তারাও ফেভারিট, এশিয়া কাপও তারা জিতেছে।’

আরো পড়ুন:

সাবেক এই ইংলিশ ক্রিকেটারের সম্ভাব্য দলগুলোর মধ্যে এশিয়া থেকে সুযোগ পেয়েছে ভারত ও পাকিস্তান। এদের মধ্য বাবর আজমের দলকে ‘হুমকি’ উল্লেখ করে পিটারসেন আরও বলেন, ‘পাকিস্তান সবসময়ই হুমকি।’

নিজের দেশ ইংল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকেও খুব একটা পিছিয়ে রাখছেন না কেপি, ‘আমার ফেভারিটের তালিকায় ভারতের পরই থাকবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারাও খুব বেশি পিছিয়ে নেই।’

ভারতে অনুষ্ঠিতব্য এবারের আসরটি অক্টোবরে শুরু হয়ে নভেম্বরের মাঝমাঝি সময়ে শেষ হবে। এই আসরে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠ গড়াবে বিশ্বকাপ এবং ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এই বৈশ্বিক মহারণ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়