ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১১:১১, ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জল ঢাললো বৃষ্টি। বৃষ্টির কারণে এই ম্যাচটি বল মাঠে গড়ানো দূরের কথা, টস করাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিত্যাক্ত হয় প্রথম ওয়ানডে।

দুপুরের আগে লিডসের আকাশে রোদ ছিল। কিন্তু দুপুরের পর পর রোদ সরে গিয়ে বৃষ্টি দখল নেয় আকাশের। সেটা আর থামার নাম-গন্ধ ছিল না। কমপক্ষে ২০ ওভার খেলা হওয়ার জন্য কাট-অফ টাইম ছিল বিকেল ৫টা ৩২ মিনিট। সে সময়ও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত পরিত্যাক্ত হয় ম্যাচটি।

শনিবার ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে খেলার কথা ছিল জো রুটের। তিনিই ছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলের একমাত্র সদস্য যিনি এই ম্যাচ অনুরোধ করে খেলতে চেয়েছিলেন। কিন্তু প্রকৃতি তার ইচ্ছা পূরণ হতে দিলো না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়