ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

পরের ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২১ সেপ্টেম্বর ২০২৩  
পরের ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি

ক্লাব ও জাতীয় দলের হয়ে একটানা খেলার মধ্যে ছিলেন লিওনেল মেসি। যার ফলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতেই ক্লান্তি ফুটে ওঠে খেলায়। ক্লান্তির অবসাদ কাটাতেই মেজর লিগ সকারের (এমএলএস) আগামী ম্যাচে খেলবেন না মেসি। এমনটাই জানিয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো।

আজ টরেন্টোর বিপক্ষে মাঠে নামার পর প্রথমার্ধেই মেসিকে উঠিয়ে নেন মার্টিনো। একপর্যায়ে সাইডলাইন ছেড়ে ড্রেসিংরুমে চলে যান এই তারকা। ম্যাচ শেষে তাই শঙ্কা জেগেছে মেসির চোট ঠিক কতটা গুরুতর। ইউএস ওপেন কাপের ফাইনালে তাকে পাওয়া যাবে কি-না তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

অবশ্য মায়ামি কোচ জানিয়েছেন, মেসির ইনজুরি খুব বেশি গুরুতর নয়। এটি শুধুই ক্লান্তিজনিত বিষয়, ‘আমাদের প্রতিটা দিন ধরে ধরে পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকের প্রতিবেদন দেখতে হবে। তারা যা বলবেন, সেসবের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, অবশ্যই রোববারে তার খেলার কোনো সম্ভাবনা নেই।’

আরো পড়ুন:

এমএলএসে মায়ামির সামনে আর ছয়টি ম্যাচ বাকি আছে। প্লে-অফে খেলতে হলে বাকি সব ম্যাচেই জয় পাওয়া দরকার তাদের। এর সঙ্গে তাকিয়ে থাকতে হবে টেবিলের নয় নাম্বার দলের দিকে। এদিকে পরের সপ্তাহে মায়ামির সামনে ইউএস ওপেন কাপের ফাইনালের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়