ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

৮-০ গোলে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, হাংজু থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
৮-০ গোলে হারলো বাংলাদেশ

নারী ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ শুক্রবার নারী ফুটবলের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উড়ে যায় বাংলাদেশের মেয়েরা।

জাপানের হয়ে চিবা রেমিনা দুটি, তানিকাওয়া মোমোকো দুটি ও সাকাকিবারা কোতোনা দুটি গোল করেন।

এদিন ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে রেমিনা গোল করে এগিয়ে নেন দলকে। অষ্টম মিনিটের মাথায় মোমোকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৫ মিনিটের মাথায় রেমিনা জোড়া গোল পূর্ণ করেন। আর এই অর্ধের যোগ করা সময়ে (৪৫+১) শিকোশি মায়ার গোলে ব্যবধান হয় ৪-০।

আরো পড়ুন:

বিরতির পর আরও পাঁচটি গোল হজম করে লাল-সবুজের জার্সিধারীরা। ৪৭ মিনিটে হাইজিকা মায়ার গোল করলে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৫৬ মিনিটে কোতোনার গোল করে জাপান এগিয়ে যায় ৬-০ গোলে। এরপর ৭৭ মিনিটে মোমোকো ও ৮২ মিনিটে কোতোনার জোড়া গোলে জাপানের ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশের পরের ম্যাচ ভিয়েতনামের সাথে। আর শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে এই দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। যা কঠিনই বটে।

হাংজু/আমিনুল/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট