ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ওয়ানডে বিশ্বকাপের আগে সুখবর পেল ভারত। পাকিস্তানকে হটিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে রোহিত শর্মার দল। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এই কীর্তি গড়েছে তারা। ফলে ক্রিকেটের সব ফরম্যাটেই ভারত এখন শীর্ষ দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ফলে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। এক পয়েন্ট পিছনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১৫। তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং পয়েন্ট ১১১।

র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে অবস্থান করেছে ইংল্যান্ড। বাকি দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি র‍্যাঙ্কিংয়ের ৭ম স্থানে অবস্থান করেছে বাংলাদেশ।

আরো পড়ুন:

আপাতত দলগুলোর শ্রেষ্ঠত্বে তিনটি শীর্ষস্থানই ধরে রেখেছে ভারত। বিশ্বকাপের আগে পাকিস্তানের আনুষ্ঠানিক কোনো ম্যাচ না থাকায় তাদের সামনে এক নম্বর স্থান পুনরুদ্ধারের আর সুযোগ নেই। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়