রান আউট করে ফিরিয়ে আনায় অভিভূত সোধী
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রথমে তিনি হতাশা প্রকাশ করেন, প্রতিক্রিয়া দেখান। টিভি রিপ্লে দেখে আম্পায়ার আউট দিলে অনিচ্ছা স্বত্বেও ড্রেসিং রুমের পথে এগোতে থাকেন। তখনই চমক! বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আউট না মেনে ফিরে আসার সংকেত দেন। হতাশা ছাপিয়ে মুহূর্তে আনন্দ ছড়িয়ে পড়ে ইশ সোধীর চোখেমুখে। জড়িয়ে ধরেন তাকে মানকাড আউট করা বোলার হাসান মাহমুদকে।
ক্রিকেটে ‘মানকাড’ অবৈধ নয়। বিবেচিত হবে রানআউট হিসেবে। অর্থাৎ কোনো ব্যাটার সুবিধা নিতে গেলে বোলার আউট করতে পারবেন। ৪৬তম ওভারের তৃতীয় বল ছোঁড়ার আগে সোধী নন-স্ট্রাইক প্রান্ত ছেড়ে এগিয়ে যান। মুহূর্ত দেরি না করে হাসান ভেঙে দেন উইকেট। টিভি রিপ্লেতে দেখা যায় স্পষ্ট আউট।
শেষ পর্যন্ত বাংলাদেশ আউট না মেনে ফিরিয়ে আনায় অভিভূত সোধী, ‘আমি মনে করি এটি বাংলাদেশের একটি দুর্দান্ত আচরণ ছিল। আমি মনে করি তারা পরিস্থিতি সত্যিই খুব ভালভাবে নিয়ন্ত্রণ করেছে এবং সত্যিই আমি ভাগ্যবান তারা আমাকে ফিরিয়ে নিয়েছে। আমি ভাবতে চাই যে আমি যদি একজন বোলার হিসাবে এই পরিস্থিতিতে থাকতাম, আমিও একই কাজ করতাম।’
সোধী যখন রানআউট থেকে বেঁচে যান তখন তিনি ১৭ রানে। পরে যোগ করেন আরও ১৮ রান। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে তার এমন ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড ২৫৪ রান করে। তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৬৮ রানে। হার ৮৬ রানের ব্যবধানে। বল হাতেও সোধী ছিলে কিউইদের ত্রাতা। একাই নেন ৬ উইকেট!
এদিকে বাংলাদেশের ওপেনার ব্যাটার তামিম ইকবাল মনে করছেন এই আউট নেবে কি নেবে না এটা সম্পূর্ণ দলের বিষয়। সোধী যে প্রতিক্রিয়া দেখিয়েছেন শুরুতে সেটিও পছন্দ হয়নি তামিমের।
‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নিব কি নিব না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল।’
‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে’-আরও যোগ করেন তামিম।
এই আউট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। কেউ লিটনদের প্রশংসা করছেন আবার কেউ ক্রিকেটের নিয়ম থাকার পরও ফিরিয়ে আনার সমালোচনা করছেন। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, যেহেতু পরিস্থিতি তৈরি হয়েছে তারা দলে আলোচনা করবেন ভবিষ্যতে এমন কিছু হলে কি করবে বাংলাদেশ।
ঢাকা/রিয়াদ