ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

চীনকে রুখে দিয়েও বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
চীনকে রুখে দিয়েও বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমস ফুটবলের শেষ ম্যাচে আজ রোববার রাতে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। হ্যাংজুর শাওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চীনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল সবুজের জার্সিধারীরা।

অবশ্য শেষটা মাথা উঁচু করে শেষ করলেও বাংলাদেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এই গ্রুপ থেকে চীন ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ছয় গ্রুপ থেকে ছয় চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স-আপ উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনালে। আর দুটি দল খেলবে ফাইনাল।

ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ১০৯ ধাপ এগিয়ে চীন। তাদের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা এমন এক ড্র করবে সেটা হয়তো কেউ ভাবেনি। ভেবেছিল বড় ব্যবধানের হার নিয়ে এশিয়ান গেমস মিশন শেষ করবে তারা। কিন্তু চীনকে তাদেরই ঘরে মাঠে রুকে দিয়ে শেষটা রাঙিয়ে দেশে ফিরবে ফুটবলাররা।

আরো পড়ুন:

এদিন প্রথমার্ধে দুই দলের কেউ-ই গোল পায় না। গোল পায় না দ্বিতীয়ার্ধেও। তাতে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি। বাংলাদেশ পায় অসাধারণ এক ড্র।

হ্যাংজু/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়