ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

পেটের সমস্যায় ভুগছেন তাসকিন, অনুশীলনে খালেদ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পেটের সমস্যায় ভুগছেন তাসকিন, অনুশীলনে খালেদ 

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছিলেন বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদ। কিন্তু পেটের সমস্যায় ভুগছেন ডানহাতি এই পেসার। এ জন্য অনুশীলনও করেননি তাসকিন।  

তার পরিবর্তে ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়া খালেদ আহমেদকে। সোমবার (২৫ সেপ্টেম্বর) খালেদ দলের সঙ্গে অনুশীলনও করেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 
 
তাসকিনের অসুস্থতার বিষয়টি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। পেটের পীড়ার কারণে যদি দুর্বল না হন তাসকিন, তাহলে তাকে খেলানোও হতে পারে। তবে সম্ভাবনা খুব কম। টিম ম্যানেজম্যান্ট তাই খালেদকে প্রস্তুত রাখছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, সহ-অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবাল ছাড়া তৃতীয় ওয়ানডের দলে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের রাখা হয়েছে। তাদের সঙ্গে দলে ফেরেন বিশ্রামে থাকা দুই পেসার তাসকিন ও শরিফুল ইসলাম। তানজীম হাসান সাকিব ইনজুরিতে পড়ায় আগেই দলে ফেরেন আরেক পেসার হাসান মাহমুদ। 

আরো পড়ুন:

২৬ সেপ্টেম্বর মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে।  

তৃতীয় ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়