ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

‘সাকিব ভাইয়ের নেতৃত্ব আমি খুবই উপভোগ করি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
‘সাকিব ভাইয়ের নেতৃত্ব আমি খুবই উপভোগ করি’

বাংলাদেশের হয়ে প্রথম নেতৃত্ব দেবেন, অধিনায়ক হিসেবে কাকে অনুসরণ করা হয়? অনুমিতভাবেই নাজমুল হোসেন শান্তর দিকে এমন প্রশ্ন ছুটে যায়। বাঁহাতি এই ব্যাটার খোলামেলাভাবে জানিয়েছেন, অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্ব তিনি খুবই উপভোগ করেন। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে সোমবার (২৫ সেপ্টেম্বর) শান্ত বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার সাকিব ভাইয়ের ক্যাপ্টেনসি বলেন বা ওনার পরিকল্পনা বলেন বা মাঠে ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করা আমি খুবই উপভোগ করি।’

অধিনায়ক সাকিব আল হাসানের অবর্তমানে লিটন দাসের হাত ঘুরে শান্তর কাঁধে আসে নেতৃত্বের ভার। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।  

ষোলোতম অধিনায়ক হিসেবে শান্তর অভিষেক হবে কাল। তিনি জানিয়েছেন সাকিব থেকে নেতৃত্ব শেখার কথাও,  ‘বিপিএলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল যখন তখন অনেক কিছু শিখেছি।’

বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুবই উৎফুল্ল শান্ত। চেষ্টা করবেন সাকিবদের থেকে শেখা অভিজ্ঞতা মাঠে কাজে লাগানোর, ‘চেষ্টা করব যে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমার যে জিনিসগুলো বড় ভাইদের কাছ থেকে শিখেছি ওই জিনিসগুলো ছোট ছোটভাবে কাজে লাগানোর।’

সাকিব ছাড়াও বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে শান্তর পছন্দ ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। তবে পছন্দ যাই হোক শান্ত চান তার এই সুযোগ কাজে লাগাতে।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়