ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

কোন স্টেশনে থামবে সাকিবের ট্রেন!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
কোন স্টেশনে থামবে সাকিবের ট্রেন!

বয়স ৩৬ পেরিয়েছে গত মার্চে। অবসরের ভাবনা আসা একদমই স্বাভাবিক। ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চিন্তা একেবারেই অমূলক নয়। সাকিব আল হাসানও পরিকল্পনা করেছেন কোন গন্তব্যে পৌঁছে সরিয়ে নেবেন নিজেকে। ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটের ট্রেনে উঠেছিলেন সাকিব। দেখতে দেখতে সেই ট্রেন নানা গন্তব্য পেরিয়ে কাটিয়ে দিয়েছে সতের বছর। 

নানা উত্থান-পতন, অলি গলি, সাফল্য ব্যর্থতা মিলিয়ে কেটেছে তার এই অফুরন্ত সময়। বলার অপেক্ষা রাখে না, এই কাল পেরিয়ে সমকালে চিরঞ্জীব থাকতে যতটুকু করে দেখানোর দরকার ছিল ততটুকু কিংবা তারচেয়ে বেশিই করেছেন বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারা। তাই তো ইতিহাসের অক্ষয় কালিতে লেখা থাকবে তার নাম। 

সাকিব কোথায় গিয়ে থামবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। সাকিবের কোর্টেও এই বল কখনো কখনো গিয়েছিল। কিন্তু ধোঁয়াশায় রেখেছেন। তবে এবার সাফ জানিয়ে দিলেন, কোথায় গিয়ে থামতে চান। অবসর নিতে চান কিভাবে। টি স্পোর্টসের সাক্ষাৎকারে সবটাই জানিয়েছেন সাকিব।

সাক্ষাৎকারের শেষ দিকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? সাকিব সরাসরি উত্তর দিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’পাল্টা প্রশ্নে জানতে চাওয়া হয়, এটা তো ওয়ানডে সংস্করণের জন্য? সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি বসবে পাকিস্তানে। ওয়ানডে র‌্যাংকিংয়ের ৮ দল খেলবে এই প্রতিযোগিতা। পঞ্চাশ ওভারের ক্রিকেট সাকিব থামিয়ে দিতে চান সেখানেই। তার বসয় তখন ৩৭ পেরিয়ে যাবে। ২০২৭ আফ্রিকা ওয়ার্ল্ডকাপে থাকার ইচ্ছে নেই তার। তাহলে অন্য দুই ফরম্যাট। সাকিবের কাছে জানতে চাইলে বলেছেন,‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট।’

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টির গন্তব্য সেটাই ঠিক করেছেন সাকিব। বাকি থাকল টেস্ট। যেটা নিয়ে সাকিবের প্রচণ্ড অনীহা। উপস্থাপক টেস্ট নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘ভেরি সুন। হয়তো আরও আগে ছেড়ে দেব।’

আলাদা আলাদা নয়, সাকিব তিন ফরম্যাট থেকে একসঙ্গে বিদায় নেওয়ার কথা বলেছেন,‘অবসর নিলে তিন ফরম্যাট থেকে একসঙ্গে অবসর নেব। আলাদা আলাদা নয়।’ তবে সাকিবকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া স্রেফ বোকামি হবে তা আরেকটি প্রশ্নের উত্তরেও বুঝিয়ে দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ‘হু নোজ, ভবিষ্যৎ কে বলতে পারে! ক্যান কন্টিনিউ।’

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়