ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

তামিম নয়, ইবাদতকে বিশ্বকাপে মিস করবেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
তামিম নয়, ইবাদতকে বিশ্বকাপে মিস করবেন সাকিব

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের ভরসা হওয়ার কথা ছিল ইবাদত হোসেনের। কিন্তু হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই পেসার। তাকে বিশ্বমঞ্চে না পাওয়ার আক্ষেপ ফুটে উঠলো অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও। সাকিব জানালেন, বিশ্বকাপে একমাত্র ইবাদতকেই মিস করবেন তিনি। 

গতমাসের শেষদিকে হাঁটুতে অস্ত্রোপচার করান ইবাদত। এদিকে পুরোপুরি ফিট না থাকার কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। যদিও বাংলাদেশের এই ওপেনারের না থাকার প্রভাব দলে পড়বে না বলেই মনে করেন সাকিব। তার মতে, ১৫ জনের দলে ইবাদতই ‘মিসিং’।

টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং। এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে দরকারি সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত।’

দলে যারা আছেন, সবার উপরেই আস্থা আছে জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’

ইবাদত না থাকায় স্বাভাবিকভাবেই অন্য পেসারদের ওপর দায়িত্ব বর্তাবে। সেক্ষেত্রে সাকিব চেয়ে আছেন শুরুর তাসকিন আহমেদ এবং ডেথে মোস্তাফিজুর রহমানের দিকে, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা দিক আছে। ভারতের যে উইকেট, আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়