ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

সাকিবের চোট গুরুতর নয়, খেলতে পারেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
সাকিবের চোট গুরুতর নয়, খেলতে পারেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস করতে মেহেদি হাসান মিরাজকে দেখে খটকা লাগে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান কী বিশ্রামে নাকি অন্য কিছু? ম্যাচ শুরু হতে জানা যায়, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

চোটের অবস্থা গুরুতর নয়। তবে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজম্যান্ট। তাকে বিশ্রামে রেখেই শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। অধিনায়ক সাকিব মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন। 

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হয় গৌহাটি থেকে। ২৭ সেপ্টেম্বর সাকিবের দল গৌহাটিতে পৌঁছায়। পরদিন অনুশীলন শুরু করেন সাকিবরা। এই অনুশীলনেই ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান। 

তবে টিম ম্যানেজম্যান্ট সূত্র জানিয়েছে, তাকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে। ৩ অক্টোবর গৌহাটিতেই ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। 

টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ১টি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মিরাজ।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়