ব্রিজে উঠে ফ্রান্স ফুটবলারের আত্মহত্যার চেষ্টা
ব্রিজে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন ফ্রান্সের এক ফুটবলার। ফরাসি ক্লাব নিসের অ্যালেক্সিস বেকা বেকা নামের এই ফুটবলারের আত্মহত্যার চেষ্টার খবরে মুহূর্তেই তোলপাড় হয়ে যায় ফুটবল অঙ্গন। ফ্রান্সের মাগন ব্রিজে উঠে আত্মহত্যার হুমকি দেন আলেক্সিস।
২২ বছর বয়সী আলেক্সিসের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। এরপর তার সঙ্গে কথা বলেন একজন মনোবিদ। দীর্ঘ আলোচনার পর বেকারকে আত্মহত্যা করা থেকে বিরত করেন তিনি। পরে দমকল বাহিনীর সাহায্যে তরুণ এই ফুটবলারকে নিরাপদে উদ্ধার করা হয়।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন ও স্প্যানিশ দৈনিক মার্কার খবর, ঠিক কি কারণে আলেক্সিস আত্মহত্যা করতে গিয়েছিলেন, সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে হতাশায় আত্মহত্যা করতে গিয়েছিলেন।
তবে প্রেমের ব্যাপারটা অস্বীকার করেছে নিসের এই ফুটবলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণ বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যে। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’
এদিকে আলেক্সিস নিরাপদে ফিরে আসায় বিবৃতি দিয়েছে ফরাসি ক্লাব নিসও। বিবৃতিতে লিগ ওয়ানের ক্লাবটির ভাষ্য, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’ ২০২২ সালে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কো থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন আলেক্সিস।
ঢাকা/বিজয়