ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ভারত-পাকিস্তান ‘ফাইনাল’ দেখছেন মুরালি-কার্তিক-গেইল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:২৩, ১ অক্টোবর ২০২৩
ভারত-পাকিস্তান ‘ফাইনাল’ দেখছেন মুরালি-কার্তিক-গেইল

বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় যোগ দিয়েছেন ক্রিকেট বিশ্বের সাবেক তারকারা। ব্যাট-বলের লড়াই শুরুর আগেই তারা মেতেছেন ভবিষ্যদ্বানীর খেলায়। এবার তাতে যোগ দিলেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল ও দিনেশ কার্তিক। এই তিনজনের দাবি, বিশ্বকাপের ফাইনাল খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এবারের বিশ্বকাপে নেই গেইলের ওয়েস্ট ইন্ডিজ। এদিকে মুরালি আশ্রয় নিয়েছেন বাস্তবতার। নিজের দেশ শ্রীলঙ্কাকে ফাইনালে দেখছেন না কিংবদন্তি এই অফস্পিনার। মুরালির চোখে দুই ফাইনালিস্ট হচ্ছে ভারত ও পাকিস্তান। একই কথা ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলেরও।

কিংবদন্তি অফ স্পিনার মুরালিধরন স্টার স্পোর্টসকে বলেছেন, ‘ফাইনালে আমি ভারত ও পাকিস্তানকে চাইবো।’ গেইলেরও একই চাওয়া, ‘আশা করছি, ভারত আর পাকিস্তান ফাইনাল খেলবে।’ ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিকও এই দুজনের সঙ্গে একমত হয়েছেন।

আরো পড়ুন:

আলোচনায় অংশ নেওয়ায় বাকিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের বাজি ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোখ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ফাইনালের দিকে। শেন ওয়াটসন দেখছেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল।

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ও ইরফান পাঠান অবশ্য নিজ দেশকেই এগিয়ে রেখেছেন। মাঞ্জরেকার মনে করেন, ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়াকে। আর সাবেক ফাস্ট বোলার ইরফান এক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ হিসেবে বলছেন দক্ষিণ আফ্রিকার কথা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়