ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ট্র্যাপ শ্যুটিংয়ে চীনের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১ অক্টোবর ২০২৩  
ট্র্যাপ শ্যুটিংয়ে চীনের বিশ্বরেকর্ড

‘এশিয়ান গেমস-২০২২’ প্রতিদিনই দেখছে কিছু না কিছু রেকর্ড। তার মধ্যে কোনোটি ইভেন্টের রেকর্ড, কোনোটি এশিয়ান রেকর্ড, কোনোটি আবার বিশ্বরেকর্ড। এই যেমন রোববার দলগত ‘ট্র্যাপ শ্যুটিংয়ে’ বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে চীনের মেয়েরা।

চীনের লি কিয়াংনিয়ান, উয়ু চুইচুই ও ঝাং শিনকিউ ৩৫৭ পয়েন্ট স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেন। এর আগে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাপ শ্যুটিং দল ৩৫৪ পয়েন্ট স্কোর করে বিশ্বরেকর্ড গড়েছিল। আজ চীনের মেয়েরা সেটা ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লো।

এই ইভেন্টে রৌপ্য পদক জিতে ভারত। তাদের রাজেশ্বরী কুমারী, মানিশা কের ও প্রীতি রজক মোট ৩৩৭ স্কোর করেন।

আর ব্রোঞ্জ পদক জিতে কাজাখিস্তান। তাদের মারিয়া, আইজান ও আনাসতাসিয়া ৩৩৬ স্কোর করে পদক জয় নিশ্চিত করেন।

ট্র্যাপ শ্যুটিংয়ে শ্যুটারের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছুড়ে মারা বস্তুকে শটগান দিয়ে গুলি করে নিশানাভেদ করতে হয়।

হ্যাংজু/আমিনুল/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়