ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মালয়েশিয়াকে পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২ অক্টোবর ২০২৩  
মালয়েশিয়াকে পেল বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এতোদিন নিশ্চিত ছিল না। মাঠে নামার দুদিন আগে জানা গেল বাংলাদেশের প্রতিপক্ষের নাম। শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন সাইফ হাসানরা। 

চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ফেভারিট বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেলে ভারতের মুখোমুখি হতে পারে। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। ধরে নেওয়াই যায় এই ম্যাচে প্রত্যাশিতভাবে ভারতই জয় পাবে। 

এবার এশিয়ান গেমসে স্বর্ণের আশায় শক্তিশালী দল পাঠিয়েছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। ২৯ সেপ্টেম্বর চায়নার হ্যাংজুতে পৌঁছে এরই মধ্যে অনুশীলন করেছে ক্রিকেটাররা। তাদেরকে দেখে বেশ ফুরফুরেই লেগেছে। 

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল:
পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ হোসেন।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়