ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

এশিয়ান গেমস

জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরিতে ভারতের জয় 

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:২৫, ৩ অক্টোবর ২০২৩
জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরিতে ভারতের জয় 

সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি গড়লেন যশস্বী জয়সওয়াল। ভেঙে দিয়েছেন চলতি বছরই করা শুভমান গিলের রেকর্ড।

এশিয়ান গেমসে নেপালের বিপক্ষে (মঙ্গলবার) ২১ বছর বয়সী জয়সওয়াল সেঞ্চুরির দেখা পান মাত্র ৪৮ বলে। তার শতকে ভর করে ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকে ২০৩ রান করে।

সেঞ্চুরির পরের বলেই অবশ্য জয়সওয়াল আউট হয়ে যান। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি ছক্কা ও ৮টি চারে। ১৫ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন রিংকু সিং।

রান তাড়া করতে নেমে ভারতকে ভয় ধরিয়ে দেয় নেপালি ব্যাটাররা। অবশ্য শেষ করে আসতে পারেনি দেশটি। ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা ১৭৯ রান করে। ২৪ রানের জয় নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ভারত।

মাত্র ১৫ বলে সর্বোচ্চ ৩২ রান করেন দীপেন্দ্র সিং। ইনিংসে ছক্কার মার ৪টি। এ ছাড়া ৩ ছক্কায় সন্দীপ জরা ১২ বলে ২৯, কুশল মাল্লা ২২ বলে ২৯ ও কারান চেত্রি ১৩ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আবেশ খান ও রবি বিষ্ণুই। আরশদীপ সিং ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৩ রান দেন এই পেসার। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়