ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ছেলেদের পর কাবাডি থেকে মেয়েদেরও বিদায়

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৪ অক্টোবর ২০২৩  
ছেলেদের পর কাবাডি থেকে মেয়েদেরও বিদায়

আজ বুধবার সকালে এশিয়ান গেমস কাবাডি থেকে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় কাবাডি দল বিদায় নিয়েছে। সকালে চাইনিজ তাইপের কাছে ৩১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে পুরুষ দল বিদায় নেয়। এরপর নারী দল বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৫৪-১৬ পয়েন্টের বিরাট ব্যবধানে হেরে বিদায় নেয়।

অবশ্য নেপালের কাছে সোমবার প্রথম ম্যাচে ৩৭-২৪ পয়েন্টে হেরে বাংলাদেশের নারী দলের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ ইরানের কাছে হেরে একেবারে খালি হাতে বিদায় নিলো।

হ্যাংজুর ছিওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে ইরানের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ ২৮-৫ পয়েন্টে পিছিয়ে থাকে। ইরানের মেয়েরা এই অর্ধে ৪টি বোনাস, ৪টি লোনা ও ২০টি আউট পয়েন্টসহ মোট ২৮ পয়েন্ট পায়। বাংলাদেশ পায় ৪টি আউট ও ১টি বোনাস পয়েন্ট।

এরপর দ্বিতীয়ার্ধে ইরান ২০টি আউট পয়েন্ট, ২টি বোনাস পয়েন্ট ও ৪টি লোনা পয়েন্ট পায়। আর বাংলাদেশ ৭টি আউট পয়েন্ট, ৩টি বোনাস পয়েন্ট ও ১টি টেকনিক্যাল পয়েন্ট পায়। সব মিলিয়ে ৫৪-১৬ পয়েন্টের ব্যবধানে হেরে শূন্যহাতে বিদায় নেয়।

হ্যাংজু/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়