ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রোনালদোর গোলে আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৪ অক্টোবর ২০২৩  
রোনালদোর গোলে আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

আল নাসরের হয়ে সময়টা দুর্দান্ত কাটাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের পর এবার এএফসি চ্যাম্পিয়নস লিগেও দেখাচ্ছেন নৈপুণ্য। রোনালদোর গোলে ম্যাচে সমতায় ফেরা আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে আল নাসর। তবে বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগেই বাধে বিপত্তি। ৪৪ মিনিটে আচমকা গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

বিরতির পর তাজিকিস্তানের ক্লাবটিকে আর কোনো সুযোগ দেয়নি আল নাসর। শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরান রোনালদো। তার প্রথম শট ইস্তিকললের রক্ষণে বাধা পেলেও দ্বিতীয় প্রচেষ্টায় কোনাকুনি শটে বল জালে জড়ান। 

আরো পড়ুন:

রোনালদোর গোলে পুরো দলের আত্মবিশ্বাস টগবগ করে ওঠে। এর ফলাফল দেখা যায় ম্যাচের ৭২ থেকে ৭৭ মিনিটে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করেছে দুইয়ে। পরের ম্যাচে আল দুহাইলের বিপক্ষে মাঠে নামবে আল নাসর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়