ঢাকা     মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৫ ১৪৩১

স্মিথের কাছে ‘কভার ড্রাইভ’ মানেই বাবর আজম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৪ অক্টোবর ২০২৩  
স্মিথের কাছে ‘কভার ড্রাইভ’ মানেই বাবর আজম

ক্রিকেটে সৌন্দর্য্যময় শটগুলোর একটি কভার ড্রাইভ। কোন ক্রিকেটার এই শট সবচেয়ে ভালো খেলেন, এ নিয়ে বিতর্ক কম হয়নি। এখানে কারো চোখে বিরাট কোহলি সেরা তো কারো চোখে বাবর আজম। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ অবশ্য বাবর আজমকেই এগিয়ে রাখছেন।

বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসির একটি সেগমেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে স্টিভেন স্মিথের পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এমনিকি বাবর আজমও উপস্থিত ছিলেন। সেগমেন্টে কভার ড্রাইভ নিয়ে কয়েকজনকে প্রশ্ন করা হয়। 

সেগমেন্ট চলাকালীন খেলোয়াড়দের প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি যখন কভার ড্রাইভের কথা শুনবেন তখন সবার আগে আপনার কার কথা মনে হয়?’ স্মিথ সোজা বলে দিয়েছেন বাবর আজমের নাম।

এছাড়াও সেই সেগমেন্টে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের শাদাব খান, হারিস রউফ, ইমাম-উল-হক এবং হাসান আলী। মজার বিষয় হলো, যখন এই প্রশ্নটি করা হয়েছিল, তখন সকলেই একবাক্যে কভার ড্রাইভের ক্ষেত্রে বাবরের দক্ষতার কথা স্বীকার করেছেন।

চমকটা ছিল সেগমেন্টের শেষের দিকে। তখন বাবরকেই প্রশ্ন করা হয়, ‘কভার ড্রাইভ শুনে আপনার মনে কি আসে?’ বাবর নিজের কোর্টেই বলটা ঠেলে দিলেন, ‘আমার নিজের কথাই মনে আসে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়