আইসিসিকে যে ‘বার্তা’ দিলো মালয়েশিয়া
ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে: || রাইজিংবিডি.কম
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করেছে আইসিসির সহযোগী দেশ মালয়েশিয়া। বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে শেষ পর্যন্ত তারা হেরে যায় মাত্র ২ রানে।
ম্যাচ শেষে ৩ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করা বীরেনদীপ সিং জানিয়েছেন, আইসিসিকে এই বার্তা দিয়ে গেছেন যে টেস্ট খেলুড়ে দেশ হওয়া থেকে তারা বেশি দূরে নেই।
তিনি বলেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণটা শেষ পর্যন্ত আমাদের হাতে রাখতে পারিনি। আমার আসলে মনে হয় না যে চাপের কারণে আমরা শেষ করে আসতে পারিনি। তবে আমরা বাড়ি ফিরে কোথায় কি ভুল ছিল সেগুলো খুঁজে বের করে শুধরে নেওয়ার চেষ্টা করবো।’
এই ক্রিকেটার আরও বলেন, ‘পাশাপাশি আজ আমরা আইসিসিকে একটি শক্তিশালী বার্তা দিয়ে যেতে পেরেছি যে টেস্ট খেলুড়ে দেশ হওয়া থেকে আমরা বেশি দূরে নেই। আশা করছি পরবর্তীতে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’
বীরেনদীপ আরও জানিয়েছেন অভিজ্ঞতায় এগিয়ে থাকার কারণেই বাংলাদেশ আজ ম্যাচটি জিততে পেরেছে, ‘অবশ্যই বাংলাদেশ অভিজ্ঞতায় এগিয়ে থাকায় ম্যাচটি জিতেছে। আপনি জানেন যে আধুনিক ক্রিকেটে স্কিল একটা ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনি কিভাবে শেষ মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখেন এবং চাপকে সামাল দেন। বাংলাদেশ সেটা আজ খুব ভালোভাবে করতে পেরেছে।’
আজ বুধবার দুপুরে ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বাংলাদেশ আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৬ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে মালয়েশিয়া। ২ রানের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
হ্যাংজু/আমিনুল/বিজয়