জয় দিয়ে শেষ কাবাডি দলের মিশন
ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম
পদক জয়ের মিশন নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চীনের হ্যাংজু শহরে এসেছিল বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল। নারী দল নেপাল ও ইরানের কাছে ধরাশায়ী হয়ে শূন্যহাতে আগেই বিদায় নিয়েছে।
আর বাংলাদেশ পুরুষ দল প্রথম ম্যাচ জাপানের বিপক্ষে জিতলেও পরবর্তীতে ভারত ও চাইনিজ তাইপের কাছে হেরে গেলে বিদায় নিশ্চিত হয়। তবে শেষ ম্যাচটা আজ বৃহস্পতিবার তারা জিতেছে। দেশের বিমান ধরার আগে থাইল্যান্ডকে আজ বাংলাদেশ হারিয়েছে ৪৫-২৯ পয়েন্টের ব্যবধানে।
প্রথমার্ধে বাংলাদেশ আউট পয়েন্ট পায় ১৯টি, বোনাস পয়েন্ট পায় ১টি এবং অলআউট পয়েন্ট পায় ৪টি (মোট ২৪)। অন্যদিকে থাইল্যান্ড আউট পয়েন্ট পায় ৭টি, বোনাস পয়েন্ট পায় ৩টি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় ২টি (মোট ১২)।
দ্বিতীয়ার্ধে অবশ্য থাইল্যান্ড প্রথমার্ধের চেয়ে ভালো খেলে। এই অর্ধে বাংলাদেশ আউট পয়েন্ট পায় ১৮টি, অলআউট পয়েন্ট পায় ২টি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় ১টি (মোট ২১)। অন্যদিকে থাইল্যান্ড আউট পয়েন্ট পায় ১১টি, বোনাস পয়েন্ট পায় ৪টি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় ২টি (মোট ১৭)। সব মিলিয়ে বাংলাদেশ পায় ৪৫ পয়েন্ট আর থাইল্যান্ড ২৯।
এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫২-১৭ পয়েন্টের ব্যবধানে হারায় জাপানকে। এরপর ভারতের কাছে হেরে যায় ৫৫-১৮ ব্যবধানে। তৃতীয় ম্যাচে তুহিন তরফদাররা চাইনিজ তাইপের কাছে ৩১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নেয়। আজ শেষ ম্যাচে তারা পেলো সান্ত্বনার জয়।
হ্যাংজু/আমিনুল/বিজয়