ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৫ অক্টোবর ২০২৩  
ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল মালয়েশিয়া। রুদ্ধশ্বাস লড়াই শেষে বাংলাদেশ শেষ বলে জয় পেয়েছিল ২ রানে। আর পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। যেখানে প্রতিপক্ষে হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। যারা স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিংদের নিয়ে শক্তিশালী দল গঠন করে চীনে এসেছে। ভারতের বিপক্ষে শুক্রবার সকালে ফাইনালে যাওয়ার লক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ৯টায় ও বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করে বাংলাদেশের খেলোয়াড়রা। অনুশীলন শেষে টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় বলেছেন, তারা ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ভালো কিছু উপহার দিতে পারবেন।

জয় বলেন, ‘চায়না আমরা প্রথমবার এসেছি। দলের অধিকাংশ খেলোয়াড়ই প্রথমবার এখানে এসেছে। প্রথম ম্যাচে নিজেদের ভালোই অ্যাসেস করতে পেরেছি, শেষ বল পর্যন্ত খুব লড়াই হয়েছে। এমন একটা কঠিন ম্যাচ জিতে আমরা এখন আত্মবিশ্বাসী। সামনে কে প্রতিপক্ষ হিসেবে আছে সেটা নিয়ে ভাবছি না। আমরা আমাদের নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো’।

আরো পড়ুন:

এশিয়ান গেমস ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল ভারত। তাদের বিপক্ষে বাংলাদেশ ভালো কিছু করবে তেমনটাই প্রত্যাশা সবার। জয়ও তেমন কিছুই প্রত্যাশা করছেন, ‘নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল। আমরাও কিন্তু শক্তিশালী দল। আশা করছি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম তাদের অনেকেই এখানে আছে। আমরা নিজেদের মধ্যে ওই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করবো। আর প্রতিপক্ষ ভারত হলে সবারই একটা প্রত্যাশা থাকে ভালো কিছু করার। আমরা অনেক আত্মবিশ্বাসী ভালো কিছুর করার ব্যাপারে।’

মালয়েশিয়ার বিপক্ষে টপ অর্ডাররা ভালো করতে পারেনি। বাংলাদেশ ৩ রানেই হারিয়েছিল ৩ উইকেট। অবশ্য তেমন কিছু প্রত্যেক ম্যাচেই ঘটবে না বলে জানিয়েছেন জয়, ‘আসলে এটা ম্যাচের সূচনাটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ওপর। তারা ভালো করলে ভালো সূচনা পাওয়া যায়। ফিনিশিংটা ভালো হয়। টপ অর্ডার অনেক গুরুত্বপূর্ণ ভালো সূচনার ক্ষেত্রে। আগের ম্যাচে যা হয়েছে সেটা নিয়ে আমরা বিভ্রান্ত না। কারণ, সব ম্যাচেই তেমন কিছু হবে না। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

হ্যাংজু/আমিনুল/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়