ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৬ অক্টোবর ২০২৩  
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো নেদারল্যান্ডস

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। আজ (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে দু’দল। যার সবকটিতেই জিতেছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু'টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। 

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ