ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বেলিংহ্যামের জোড়া গোলে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৫৬, ৮ অক্টোবর ২০২৩
বেলিংহ্যামের জোড়া গোলে রিয়ালের বড় জয়

চলতি মৌসুমে জুড বেলিংহ্যামের গোল আর রিয়ালের জয় যেন এক সুতোয় গাঁথা হয়ে গেছে। ওসাসুনার বিপক্ষেও এর ব্যক্তিক্রম হলো না। বেলিংহ্যামের জোড়া গোলের পর ভিনিসিয়াস জুনিয়র ও হোসেলুর গোলে ওসাসুনার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (৭ অক্টোবর) লা লিগার ম্যাচে নবম মিনিটেই গোছালো আক্রমণে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ধরে দানি কারভাহাল বাড়িয়ে দেন বেলিংহ্যামকে। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

ম্যাচের প্রথমার্ধে এই একটাই গোল হয়। দ্বিতীয়ার্ধে নিজেদের আসল খেলাটা দেখায় রিয়াল মাদ্রিদ। শুরু থেকে আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। তবে গোলের দেখা পাচ্ছিলো না। ম্যাচের ৪৭তম মিনিটে হোসেলুর শট যায় বাইরে। তিন মিনিট পর বেলিংহ্যামের হেড আটকান গোলরক্ষক।

আরো পড়ুন:

আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখার ফল ৫৪তম মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। ফেদেরিক ভালভার্দের থ্রু বল ধরে এগিয়ে গিয়ে ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। এ নিয়ে লা লিগায় ৮ গোল করলেন ইংলিশ তারকা।

ওসাসুনা রিয়ালের জাল বরাবর প্রথম শট নেয় ম্যাচের ৫৭তম মিনিটে। তবে রুবেন পেনাকে হতাশা উপহার দেন রিয়াল গোলরক্ষক কেপা আরিসাবালাগা। বিপরীতে ৬৫তম মিনিটে রিয়ালকে আরেকটু এগিয়ে নেন ভিনিসিয়াস। 

ভালভার্দের থ্রু পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর শুরুতে খানিকটা ভুল করে বসেন এই ব্রাজিলিয়ান। গোলরক্ষককে কাটাতে গিয়ে বল হারাতে বসেছিলেন রিয়ালের অন্যতম ভরসা এই তারকা। তবে সুযোগ ধরে রেখে দ্রুতই ছুটে গিয়ে ডান পায়ে কোনাকুণি টোকায় বল জড়িয়ে দেন জালে।

পাঁচ মিনিট পর ভিনিসিয়াসের থ্রু বল ধরে হোসেলু লক্ষ্যভেদ করলে নিশ্চিত জয়ের পথে ছুটতে থাকে রিয়াল। এই জয়ে ৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া ওসাসুনার পয়েন্ট ১০।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়