ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

২৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় ম্যাকগার্ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩৪, ৮ অক্টোবর ২০২৩
২৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় ম্যাকগার্ক

আধুনিক ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। সেটা আরেকবার বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। ব্যাট হাতে ঝড় তুলে স্বীকৃত ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন এই অস্ট্রেলিয়ান। ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। 

অ্যাডিলেইডে মার্শ কাপের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন সাউথ অস্ট্রেলিয়ার ম্যাকগার্ক। যা কিনা যে কোনো স্বীকৃত ক্রিকেটেই বিশ্ব রেকর্ড। একদিনের ক্রিকেটে এতদিন ধরে রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। 

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে শতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। এরপর চলে গেছে অর্ধযুগেরও বেশি। কেউ ভাঙতে পারেনি তার রেকর্ড। প্রায় ৮ বছর পর রেকর্ডটি টপকে গেলেন ম্যাকগার্ক। এছাড়া স্বীকৃত ক্রিকেট ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড আছে ক্রিস গেইলেরও। তবে সেটা বিশ ওভারের ম্যাচে।

ম্যাচে ওপেনিংয়ে নেমে প্রথম দুই ওভারে এক বল পাওয়া ম্যাকগার্ক তৃতীয় ওভার থেকে শুরু করলেন তাণ্ডব। একের পর এক চার-ছক্কায় গড়লেন স্বীকৃত ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৮ বলে পঞ্চাশ ছোঁয়া ম্যাকগার্ক পরের ৫০ করলেন মাত্র ১১ বলে। 

ম্যাকগার্ক ঝড়ে ১০ ওভারে সাউথ অস্ট্রেলিয়া তোলে ১৬০ রান। দ্বাদশ ওভারে বু ওয়েবস্টারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। আর তাতেই সমাপ্তি ঘটে ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় সাজানো ১২৫ রানের ইনিংসের।

যদিও এই ম্যাচে জিততে পারেনি ম্যাকগার্কের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তাসমানিয়া। জর্ডান সিল্কের ৮৫ বলে ১১৬, ক‍্যালেব জিউয়েলের ৫২ বলে ৯০ রানের ইনিংসের সৌজন্যে তারা দাঁড় করায় ৪৩৫ রানের পুঁজি। 

জবাব দিতে নেমে ম্যাকগার্কের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও ৪৬.৪ ওভারে ৩৯৮ রানে গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। তাসমানিয়া জিতে যায় ৩৭ রানে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়