ভারতের মাটিতেই শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার
হার্দিক পান্ডিয়াকে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন ডেভিড ওয়ার্নার। ৫ থেকে চলে যান ৯ রানে। তাতে নাম লেখান ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রানের মাইলফলকে। সঙ্গে ভারতের মাটিতেই ভেঙে দেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড।
চেন্নাইয়ে রোববার ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমে এই কীর্তি গড়েন ওয়ার্নার। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া।
ওয়ার্নার মাত্র ১৯ ইনিংসে বিশ্বকাপের মঞ্চে ১ হাজার রানে ক্লাবে নাম লেখান। এর আগে যৌথভাবে ২০ ইনিংসে ১ হাজার রান করেন শচীন ও এবি ডি ভিলিয়ার্স। আর ২১ ইনিংস খেলে একই কীর্তি গড়েন ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলি।
এটি ওয়ার্নারের তৃতীয় বিশ্বকাপ। এর আগে দুই বিশ্বকাপ মিলিয়ে ১৮ ম্যাচে ৯৯২ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত এই ম্যাচে ওয়ার্নার ৪১ রানে ফেরেন। এই ম্যাচ শেষে বিশ্বকাপে ওয়ার্নারের মোট রান ১০৩৩। গড় ৬০.৬৭ রান। সেঞ্চুরি ৪টি ও ফিফটি ৩টি।
ঢাকা/রিয়াদ/বিজয়