ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জাদেজাদের ঘূর্ণিপাকে ১৯৯ রানে অলআউট অস্ট্রেলিয়া 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:০৯, ৮ অক্টোবর ২০২৩
জাদেজাদের ঘূর্ণিপাকে ১৯৯ রানে অলআউট অস্ট্রেলিয়া 

টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন মন্থর উইকেটের কথা। সেই অনুযায়ী একাদশে তিন স্পিনার।তাতেই সফল ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২০০ রানও করতে দেয়নি রোহিত শর্মার দল। 

চেন্নাইয়ের চিপকে রোববার (৮ অক্টোবর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। চেনা পরিবেশে এবার ভারতের সামনে সুযোগ বড় জয়ে বিশ্বকাপ শুরুর।

মিচেল মার্শকে শুন্য রানে ফিরিয়ে শুরুতে উইকেটের সূচনা করেছিলেন জাসপ্রীত বুমরাহ। তবে অজিদের লাগাম টেনে ধরেন স্পিনত্রয়ী রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। তিনজন ৩০ ওভার বোলিং করে দেন মাত্র ১০৪ রান! নেন ৬ উইকেট। 

সবচেয়ে ক্ষুরধার ছিলেন জাদেজা। মাত্র ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। স্টিভেন স্মিথকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে মূলত অস্ট্রেলিয়ার পতনের শুরু করেন। ৪১ রানে কুলদীপের শিকার হয়ে ওয়ার্নার ফেরার পর স্মিথের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া শিবির। তাকে ৪৬ রানে ফেরান জাদেজা। 

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মার্নাশ লাবুশানে ২৭ ও গ্ল্যান ম্যাক্সওয়েল ১৫ রান করেন। মাঝে অ্যালেক্স ক্যারি (০) ক্যামেরন গ্রিন (৮) দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। শেষে স্টার্কের ২৮ ও কামিন্সের ১৫ রান কোনোমতে দুইশর কাছে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে। 

ভারতের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন বুমরাহ। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়