ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডকে ট্রটের সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৩১, ৯ অক্টোবর ২০২৩
বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডকে ট্রটের সতর্কবার্তা

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে দুই দলই বেশ ভুগেছে। কারণ, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মাঠের আউটফিল্ড কিছুটা ঝুঁকিপূর্ণ। এবার বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডকে সতর্ক করলেন আফগানিস্তানের হেড কোচ জনাথন ট্রট।

আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ম্যাচের আগে নিজ দেশের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে আইসিসির কড়া সমালোচনা করেছিলেন আফগান কোচ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে ট্রট বলেছিলেন, ‘ভাবুন তো, যদি আপনার খেলোয়াড় বল ধরতে গিয়ে ডাইভ দেবে কি না দ্বিধায় ভোগে, পড়ে গেলে চোটে পড়বে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা সৌভাগ্যবান যে মুজিব গুরুতর হাঁটুর চোট থেকে বেঁচে গেছে।’

এদিকে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। এ বিষয়ে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ম্যাচ অফিসিয়ালরা পিচ ও আউটফিল্ডের পরিস্থিতি মূল্যায়ন করে থাকেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে অ্যাভারেজ রেট দেওয়া হয়েছে। উপরন্তু আইসিসির ইনডিপেনডেন্ট পিচ কনসালট্যান্ট আউটফিল্ড দেখেছেন। তিনি এবং পরবর্তী ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ আউটফিল্ডের কন্ডিশনে সন্তোষ প্রকাশ করেছেন।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়