ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩৩, ৯ অক্টোবর ২০২৩
নিউ জিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি এই দুই দল। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে দুই দলের লড়াই। 

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য ব্ল্যাকক্যাপসদের। অন্যদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে ডাচরা। 

এর আগে আসরের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। যেখানে ৯ উইকেটের বড় জয়ে আসরে শুভসূচনা করে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে আসরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে হার নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। 

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকে), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়