ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করলো উয়েফা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:২১, ৯ অক্টোবর ২০২৩
ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করলো উয়েফা

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলে সকল ধরনের ফুটবল ম্যাচ সাময়িক স্থগিত করলো ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী দুই সপ্তাহ দেশটিতে কোনো পর্যায়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে না। অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’

গতকাল (৮ অক্টোবর) বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে। এই স্থগিতের ফলে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচসহ ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইপর্ব ও ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টের ম্যাচও আটকে গেল।

আরো পড়ুন:

আগামী ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইসরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। এছাড়াও ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফা এ মৌসুমে ইউরোপা লিগে খেলছে এবং আন্তর্জাতিক বিরতির পর আগামী ৭ নভেম্বর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে তারা।

উল্লেখ্য, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে প্রচুর মানুষকে হতাহত করার পর গতকাল যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়