ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দ্রুততম সেঞ্চুরির পর হাসপাতালে কুশল মেন্ডিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১০ অক্টোবর ২০২৩  
দ্রুততম সেঞ্চুরির পর হাসপাতালে কুশল মেন্ডিস

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন কুশল মেন্ডিস। ১ রানে জীবন পেয়ে থামেন ১২২ রানে। মাত্র ৭৭ বলে ১৪টি চার ও ৬ ছক্কায় এই রান করেন। তুলে নেন বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরি।

কিন্তু সেঞ্চুরি করে আউট হওয়ার পর তিনি আর ফিল্ডিং করতে মাঠে নামেননি। তার পরিবর্তে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতে দেখা যায় দুশান হেমন্তকে। আর উইকেটের পেছনে দেখা যায় সাদিরা সামারাবিক্রমাকে।

জানা গেছে, কশল মেন্ডিসকে হাসাপাতালে নেওয়া হয়েছে। মূলত সেঞ্চুরি করে ওঠার পর তার পায়ের পেশিতে টান খান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সতর্কতাস্বরূপ। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান সামারাবিক্রমা।

কুশালের ১২২, সামারাবিক্রমার ১০৮ ও পাথুম নিসাঙ্কার ৫১ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৩৪৪ রান তোলে। যা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়