ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ইউরোর পরবর্তী দুই আসরের স্বাগতিক চার দেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১১ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:০৮, ১১ অক্টোবর ২০২৩
ইউরোর পরবর্তী দুই আসরের স্বাগতিক চার দেশ

আগেই জানা গিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই আসরের স্বাগতিকের নাম। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটিও হয়ে গেল। ইউরোর পরের দুই আসরের চার স্বাগতিক দেশকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উয়েফা কার্যনির্বাহী কমিটি। 

ইউরোর সামনের আসরের স্বাগতিক জার্মানি। পরবর্তী দুই আসর যৌথভবে দুইটি করে মোট চারটি দেশে অনুষ্ঠিত হবে। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে ব্রিটেন ও আয়ারল্যান্ডে, ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে।

২০২৮ সালের ইউরো আয়োজনের দৌড়ে ইতালির সঙ্গে ছিল তুরস্কও। তবে হঠাৎ তারা চার বছর পরের আসর আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখায়। গত সপ্তাহে ২০৩২ সালের আসর আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে তুরস্ক যৌথভাবে প্রস্তাব দেয়। অবশেষে চূড়ান্ত রায় দিলো উয়েফা।

আরো পড়ুন:

ইউরোর ১৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর। এর মধ্যেই দলগুলো বাছাইপর্বের গণ্ডি পেরোতে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়েছে। এই লড়াইয়ের পর নির্ধারিত হবে চূড়ান্ত ২৪ দল। আসরটি ২০২৪ সালের ১৪ জুন শুরু হয়ে ২৪ জুলাই শেষ হবে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়