ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন ডি কক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১২ অক্টোবর ২০২৩  
সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন ডি কক

বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯০ বলে ৮টি চার ও ৫ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। আউট হন ১০৯ রান করে।

তবে এই সেঞ্চুরির মাধ্যমে তিনি স্পর্শ করেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ব্রায়ন লারা, মাহেলা জয়াবর্ধনে ও হালের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। তারা তিনজনই ওয়ানডেতে ১৯টি করে সেঞ্চুরি করেছেন। আজ সেই তালিকায় জায়গা করে নিলেন ডি ককও।

তবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানদের তালিকায় শীর্ষে আছেন কুমার সাঙ্গাকারা। তিনি ২০১৫ বিশ্বকাপে চারটি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সেবার বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

এবারের আসরে ডি কক টানা দুটি সেঞ্চুরি হাঁকালেন। দেখার বিষয় সাঙ্গাকারাকে ছুঁতে পারেন কিনা তিনি।

অবশ্য ২০১৩ সালে ভারতের বিপক্ষের সিরিজে টানা তিন সেঞ্চুরি করেছিলেন ডি কক।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়