ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার সমালোচনায় কুম্বলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:৪৯, ১৩ অক্টোবর ২০২৩
বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার সমালোচনায় কুম্বলে

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপেনিং পজিশনে বেশ পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। যার জের ধরে দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালও সরে দাঁড়িয়েছেন। তবে বিশ্বকাপে যে এমন পরীক্ষা-নিরীক্ষার ফল ভালো কিছু হয় না, সেটাই মনে করিয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে।

ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফোর সঙ্গে আলাপে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করেছেন এ স্পিনার। কুম্বলে বলেন, ‘বিশ্বকাপে খেলার সময় বেশির ভাগ ক্ষেত্রে দলকে একই অবস্থায় রাখতে হয়। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা ঝামেলার ব্যাপার।’

বিশ্বকাপে তামিমের না থাকা নিয়েও কথা বলেন কুম্বলে। তিনি আরও বলেন, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে।’

আরো পড়ুন:

‘অন্য দিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করলো। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’ - যোগ করেন তিনি।

তবে বাংলাদেশের এখনের দলটাও বেশ ভালো মন্তব্য করে কুম্বলে বলেন, ‘তাদের দল কিন্তু খুব ভালো। মুশফিকুর, মোস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। শান্ত বড় মাপের খেলোয়াড়। মেহেদী হাসানও ভালো খেলোয়াড়। হৃদয়কেও আমার ভালো লাগে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়