ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

আল আমিন-সৌম্যর তোপে রাজশাহীর বড় লিড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১৩ অক্টোবর ২০২৩  
আল আমিন-সৌম্যর তোপে রাজশাহীর বড় লিড

আল আমিন হোসাইন ও সৌম্য সরকারের বোলিং তোপে ১০০ রানও করতে পারেনি রাজশাহী। উলটো খুলনার রান পাহাড়ের চাপে পড়েছে দলটি। এদিকে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম আছে চালকের আসনে।

শুক্রবার দ্বিতীয় দিন ২ উইকেটে ১৫ রানে ব্যাটিং করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয় রাজশাহী। সর্বোচ্চ ২৫ রান আসে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। এ ছাড়া মেহরব হোসেন ২২ ও সানজামুল ইসলাম ১৪ রান করেন। আর দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি।

খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে নেন আল আমিন ও সৌম্য। এ ছাড়া ২ উইকেট নেন আব্দুল হালিম।

প্রথম ইনিংসে খুলনা আ২৮৮ রান করে। ২০৭ রানের লিড নিয়ে খেলতে নেমে ৩ উইকেটে ২৪৮ রান করে দিন শেষ করে খুলনা। দুই ওপেনার সৌম্য ৫৭ ও এনামুল হক বিজয় ৫৯ রানে আউট হন। ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোহাম্মদ মিঠুন। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন।

খুলনার হয়ে ১টি করে উইকেট নেন মোহর শেখ, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

এদিকে চট্টগ্রামের ২৩৮ রানের লিডের জবাবে খেলতে নেমে ২৩৫ রানে অলআউট হয় বরিশাল। ৩ রানে এগিয়ে থেকে খেলতে নেমে ১৬ রানে দিন শেষ করে চট্টগ্রাম। পিনাক ঘোষ ৯ ও সৈকত আলী ৬ রানে অপরাজিত আছেন।

এর আগে মঈন খানের ফিফটিতে ভর করে ২৩৫ রান করে বরিশাল। ১০৯ বলে সর্বোচ্চ ৭১ রান আসে তার ব্যাট থেকে। এ ছাড়া জাকারিয়া মাসুদ ৩৬ ও সোহাগ গাজী ৩৩ রান করেন।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু। ২টি করে উইকেট নেন ইরফান হোসেন, ফরহাদ হোসেন ও নাঈম হাসান।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়